কিসের আগুন, নিভবে কিসে? Appropriate use of Fire Extinguishers
চট্টগ্রামের BM Container এ অগ্নকাণ্ডের পর একটি পোস্ট দিয়েছিলাম "সবার আগে জানতে হবে কিসের আগুন, নিভবে কিসে?"
সেই পোস্টের Sequal এই লেখা যাতে Fire Extinguishing নিয়ে সবাই একটা ধারণা পেতে পারি।
অগ্নি নির্বাপনে Fire Extinguisher এর ব্যবহার যেমনি গুরুত্বপূর্ন, তেমনি এর ভুল ব্যবহারও ক্ষতির মাত্রা না কমিয়ে বাড়িয়ে তুলতে পারে বহুগুণ।
তাই অগ্নি নির্বাপনের আগে জানতে হবে, কোন Fire Extinguisher কোথায় use করা যায় আর কোথায় use করা যাবে না।
১. Water Type Fire Extinguisher:
Class A Fire - কাগজ, কাঠ ও Textile এর আগুন নেভানোর জন্য খুবই উপযোগী। তবে মূল্যবান নথি হলে আগুন থেকে বাঁচাতে গিয়ে পানিতে নষ্ট হবার Chance থাকে।
Flammable Liquid এবং Live Electrical Equipment এর আগুন নেভানোর জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না। এতে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি
২. Dry Power Fire Extinguisher:
একে ABC Type Fire Extinguisher বলা হয় কারণ প্রায় সব রকম Fuel এর আগুন এই Type এর Extinguisher দিয়ে নেভানো সম্ভব। যেমন কাঠ, কাগজ ও Textile এর আগুন (টাইপ A), Flammable Liquid এর আগুন (Type B) এবং গ্যাসের আগুন (Type C) সহ Electric Fire নির্বাপন এই DCP Fire Extinguisher ব্যবহার করা হয়।
৩. Foam Type Fire Extinguisher:
Type A ও Type B Fire Extinguish এর জন্য উপযোগী হলেও Live Electrical Equipment এর Fire এ ব্যবহার করা যায় না।
৪. CO2 Fire Extinguisher:
Flammable Liquid ও Electric Fire এর জন্য কার্যকর Type A ও Type D (Flammable Metal Fire) এর আগুন এই Extinguisher দিয়ে নেভানোর যায় না।
C02 বিষাক্ত গ্যাস বিধায় Confined Space বা মানুষের Breathing এ যেতে পারে এমনভাবে এটি ব্যবহার করা যাবে না।
৫. Wet Chemical Fire Extinguisher:
Type A Fire এবং Type F (Cooking Oil Fire) এর ক্ষেত্রে Wet Chemical Fire Extinguisher ব্যবহার করা যাবে।
তবে এই Extinguisher ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে।
i. আগুনের 1 meter দূর থেকে এই Chemical প্রয়োগ করতে হবে।
ii. এক বারে সবটুকু Chemical Discharge করে ফেলতে হবে।
কোন মন্তব্য নেই