FIDIC বই বাছাইয়ের ফ্লো চার্ট
এটি হলো FIDIC বই বাছাইয়ের ফ্লো চার্ট, যা কোন প্রকল্পে কোন FIDIC কন্ট্র্যাক্ট ব্যবহার করা উচিত তা সহজে বুঝিয়ে দেয।
🔹 Step-by-step ব্যাখ্যা:
Start: Construction Project
নতুন কোনও কনস্ট্রাকশন প্রকল্পে চুক্তি করতে FIDIC কন্ট্র্যাক্ট বাছাই করা প্রয়োজন।
1. Employer Design?
প্রথমে দেখা হবে, ডিজাইন কি এমপ্লয়ার (ক্লায়েন্ট) দিচ্ছে?
✅ হ্যাঁ ➔ Red Book ব্যবহার।
(Employer Design + Measurement Based Contract)
❌ না ➔ Contractor Design এর দিকে যাবে
2. Contractor Design?
প্রজেক্টে কি কন্ট্রাক্টর ডিজাইন এবং কনস্ট্রাকশন করবে?
✅ হ্যাঁ ➔ Yellow Book ব্যবহার।
(Design & Build Projects)
❌ না ➔ Fixed Price Lump Sum প্রকল্প হবে কিনা দেখবে।
3. Fixed Price - Lump Sum, Little Employer Involvement, No Major Unforeseen Risks?
প্রজেক্টে: ফিক্সড প্রাইস লাম্প সাম থাকবে?
এমপ্লয়ারের Involvement কম থাকবে?
Major অপ্রত্যাশিত রিস্ক নেই?✅ হ্যাঁ ➔ Silver Book ব্যবহার।
(EPC/Turnkey Projects)
❌ না ➔ Maintenance প্রয়োজন কিনা দেখবে।
4. Maintenance প্রয়োজন?
প্রজেক্টে কি ডিজাইন, বিল্ড এবং অপারেট ও মেইন্টেনেন্সের দায়িত্ব কন্ট্রাক্টরের থাকবে?
✅ হ্যাঁ ➔ Gold Book ব্যবহার।
(DBO Projects: Design, Build, Operate)
❌ না ➔ আলোচনার মাধ্যমে মডিফায়েড FIDIC কন্ট্র্যাক্ট নেবে
5. বিশেষ শর্ত:
- ছোট এবং সহজ প্রকল্প হলে ➔ Green Book (Short Form of Contract) ব্যবহার হবে।
- MDB (World Bank/ADB) ফান্ডেড হলে ➔ Pink Book ব্যবহার হবে।
- ড্রেজিং বা রিক্লেমেশনের ক্ষেত্রে ➔ Blue Book ব্যবহার হবে।
- Consultancy সার্ভিসের জন্য ➔ White Book ব্যবহার হবে।
কোন মন্তব্য নেই