Header Ads

Header ADS

Clean Earthing কি?

Clean Earthing System এর সাথে অন্য কোন Earthing Systemএর Connection এবং Earth এর কোন Point এর Potential Difference থাকে না। তাই এই Earthing System কে Fresh বা Clean Earthing System বলে।





সাধারণত Clean Earthing System বিভিন্ন ধরণের Communication System (Data System, Telephony System ও অন্যান্য) এবং UPS এর জন্য use করা হয়।

Clean Earthing:
একটি Electrically Networked Environment এর Equipment & Instrument গুলো earth wire এর মাধ্যমে externally একটি আরেকটির সাথে bonded থাকে।

কিন্তু Clean Earthing এর ক্ষেত্রে তা থাকে না। এমনকি স্বাভাবিক অবস্থায় Earth এর কোন Point এর সাথে এই System এর কোন Potential Difference থাকে না। 

এটা একটি Dedicated Earthing System যা Sensitive Electronic Instrument এর সাথে যুক্ত তাই সম্পূর্ণ Electrical Network এর সাথে এর যুক্ত হবার কোন সুযোগ নেই।


Earthing Pit:

Standard (IEC 60950 & BS EN 50310) অনুযায়ী Low Resistance Earthing Pit তৈরির জন্য High Conductivity এবং Corrosion Resistant Conductor প্রয়োজন। এই Earthing System এ Copper Earth Rod বা Mesh মাটিতে পোতা থাকে। এই Pit Earth এর সাথে System এর Bonding হিসেবে কাজ করে।

Pit এর Location ঠিক করার সময় লক্ষ্য রাখতে হবে Pit এবং এর চারপাশ সম্পূর্ণ শুকনো বা আশপাশের সাথে Electrically Isolated. 

Clean Earthing অন্যান্য Earthing System থেকে আলাদা হতে হবে। যেমন Electrical Power Earthing ও Lightening Protection System.


Important Points:

1. Clean Earthing System অন্যান্য Earthing System বা Earth থেকে Potential Difference এর দিক থেকে সম্পূর্ণ আলাদা বা Clean থাকবে।
2. Clean Earthing এর Cable অন্যান্য Earthing বা Power Cable এর সাথে Parallel এ থাকবে না।
3. Clean Earthing Pit অন্যান্য Earthing Pit থেকে Minimum 1800 mm দূরে থাকবে।
4. Earth Pit এর চারপাশ সম্পূর্ণভাবে Electrically Isolated থাকবে।
5. Clean Earth Ground এর Impedance অবশ্যই 1 ohm এর নীচে হতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.