Grounding, Earthing & Bonding কি? পার্থক্য কি?
Grounding - USA and Canada তে use হয় based on NEC, CEC, IEEE, UL & ANSI Standard.
Grounding হচ্ছে কোন Electrical System এর Live Parts (যা Normal Operation এ Current Carry করে) এবং Earth এর মধ্যে Connection.
যেমন Generator এর Nutral বা Star Connected Power Transformer এর Neutral Point. Equipment থেকে Power Source এ যাবার সময় Fault Current কে Earth এ pass করার জন্য Grounding একটি Effective Path তৈরী করে। যাতে করে Power Equipment & Device গুলো ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
Earthing - used in EU, UK and other countries যারা IEC and IS Standard Follow করে।
(Protective) Earthing হচ্ছে কোন Electrical System বা Appliance এর Conductive Metallic Parts ( body frame or enclosure যা Normal Operation এ Current Carry করে না) এবং Earth বা Ground এর মধ্যে Connection. Earthing এর মূল উদ্দেশ্য Electrical Shock Prevent করা।
Electrical Equipment এ কোন Fault Current থাকলে ঐ Equipment এর Metal Part স্পর্শের মাধ্যমে মানব দেহে সেই Current প্রবাহিত হতে পারে। তাই Electrical Appliances এর বিভিন্ন Conductive Part কে Bonding এর মাধ্যমে Earthing System এ যুক্ত করা হয়। Earthing হচ্ছে Fault Current Flow করানোর একটি বিকল্প পথ।
Bonding - শব্দটি US, UK & EU (NEC & IEC) সব Standard-এই use করা হয়েছে।
(Electrical) Bonding মূলত দুইটি Electrical System (wires, pumps, machines, pipes etc ) এর Metallic Bodies (Normal Operation এ Current Carry করে না) কে Permanently Connect করে। যা দুটি System এর potential difference কে equalize করে।
কোন মন্তব্য নেই