Header Ads

Header ADS

Wall এ Fire Detection & Alarm System Equipment স্থাপনের নিয়ম কি?

সহজে মনে রাখার জন্য বিষয়টাকে আমি আমার Bangali Mind এর মতো করে Rearrange করলাম।


দেখি সব বুঝি কিনা!

Fire Detection & Alarm System এর বিভিন্ন Equipment গুলোর (যেমন Pull Stations, Smoke & Heat Detectors, Notification Appliances & Control Equipment) Installation Requirement কিছুদিন আগে NFPA একটি Graphics 📉 এর মাধ্যমে Publish করেছে। যা অনেক বেশী Share হয়েছে Social Media তে।

Pull Stations:

১. Exit Door থেকে ৫ ফিট দুরুত্বের মধ্যে Install হবে।
২. যা Floor থেকে ৪২-৪৮ ইঞ্চির মধ্যের কোনো উচ্চতায় Install করা যাবে।

Smoke & Heat Detectors:
১. Smoke Detector Ceiling থেকে ৪-১২ ইঞ্চির মধ্যে বসাতে হবে।
২. আর Heat Detector এর ক্ষেত্রে Ceiling থেকে Maximum ১২ ইঞ্চি পর্যন্ত নীচে বসানো যাবে।

Notification Appliances:
১. যেকোনো Appliances (Sounder, Sounder with Strobe or Strobe Only) Ceiling থেকে Minimum ৬ ইঞ্চি নীচে বসবে।
২. তবে Sounder অবশ্যই Floor থেকে ৯০ ইঞ্চি উপরে বসাতে হবে। কিন্তু Sounder with Strobe এবং Strobe Only এর ক্ষেত্রে ৮০-৯৬ ইঞ্চির মধ্যে বসবে।

Control Equipment:
১. Control Equipment এর Display অবশ্যই Floor থেকে ১৫ ইঞ্চি থেকে ৬ ফিটের মধ্যে হতে হবে।

সবশেষে QR Code সহ NFPA একটা Link ও শেয়ার করেছে। ঐটা আমি আর দিলাম না। ☺️


INSTALLATION HEIGHTS FOR WALL-MOUNTED FIRE ALARM SYSTEM APPLIANCES, DEVICES, AND EQUIPMENT

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.