Header Ads

Header ADS

Single Line Diagram (SLD) কি?

Power Engineering এ Single-Line diagram (SLD) যা  one-line diagram নামেও পরিচিত। এটি মূলত three-phase electric power system. এর symbolic representation.



একটি সাধারণ SLD তে Red Box দিয়ে Power Flow ও Circuit Breaker বুঝানো হয়। Grey Line দিয়ে Three-Phase Bus এবং Interconnecting Conductor বুঝায়। Orange Circle দিয়ে Electric Generator, Green Spiral দিয়ে Inductor এবং তিনটি Overlapping Blue Circle দিয়ে tertiary winding সহ double-wound transformer বুঝায়।


Power Flow Studies এর ক্ষেত্রে SLD এর গুরুত্ব সবচেয়ে বেশী। প্রতিটি Three Phase Line কে Separate Line বা Terminal দিয়ে present করার পরিবর্তে Single Conductor দিয়ে represent করা হয়। এবং বিভিন্ন Electrical Elements যেমন Circuit Breakers, Transformers, Capacitors, Bus Bars এবং Conductor গুলো বিভিন্ন Standardized Schematic Symbol দিয়ে দেখনো হয়।


SLD হচ্ছে Block Diagram এর একটি form মাত্র যা  Electeical System এর বিভিন্ন Entities এ Power Flow Path কে graphically illustrate করে। Diagram এর Element গুলো Electrical Equipment এর physical size or location প্রকাশ করে না। তবে, Switchgear থেকে অন্যান্য Apparatus এর Direction প্রকাশ করার জন্য কিছু Common Convention আছে যেমন ডান থেকে বামে বা উপর থেকে নীচের দিকে।


PLC control system এর Conduit Run এর High Level View দেখার জন্যেও Single Line Diagram ব্যবহার করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.