Header Ads

Header ADS

Hydro-pneumatic Pump কিভাবে কাজ করে?

Hydro-pneumatic Pump মূলত Pressure Pump এবং Pressure Tank এই দুটি প্রধান অংশের সমন্বয়ে তৈরী। Pressure Tank টি এর চারপাশে Rubber Bladder এর মাঝে Pressurized Air নিয়ে গঠিত। পানি Water Non-Compressible Fluid হবার কারণে এই Pressurized Air ব্যবহার করা হয়।

এই Pump System এর কোন Tap বা Shower Knob Open করলে প্রথমে Pressure Tank থেকে পানি Supply হয়। এই কারনে Water Tank এর Pressure Reduced হয়। এই Pressure Drop Pressure Switch এর

মাধ্যমে Signal পাঠিয়ে Pump কে ON করে দেয়। আর যখন Pump Set Pressure এ পৌছায়, তখন তা Automatically Shut OFF হয়ে যায়।


Hydro-Pneumatic এই Mechanism এর কারণে Pump ঘন ঘন ON/OFF হওয়ার সুযোগ কমে যায়, যা Pump এর Life Time বৃদ্ধি করে। এই Mechanism এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি Automatically কাজ করে এবং কোনো Manpower এর প্রয়োজন হয় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.