Header Ads

Header ADS

Building Management System (BMS) কি?

Building Management System (BMS) কে Building Automation System (BAS) নামেও ডাকা হয়, এটি  Computer-based একটি Control System যা কোন Building বা স্থপণার Mechanical ও Electrical Equipment যেমন Ventilation, Lighting, Power Systems, Fire Systems এবং Security Systems কে Monitor ও Control করে। BMS মূলত Software এবং Hardware এর সমন্বয়ে গঠিত।



Software Program হিসেবে ব্যবহৃত হয় C-Bus, Profibus ইত্যাদি। এছাড়া Internet Protocol এর জন্য DeviceNet, SOAP, XML, BACnet, LonWorks, Modbus বা KNX ব্যবহার করা হয়। এর মধ্যে BACnet ও Modbus সবচেয়ে বেশী জনপ্রিয়।


Energy Management এর জন্য BMS খুবই গুরুত্বপূর্ণ একটি Component. BMS একটি Building এর 40% Energy ব্যবহার নিয়ন্ত্রণ করে। আর Lighting System যুক্ত করলে BMS এর Building Energy Control প্রায় 70% এ পৌছায়।


Binding এর internal environment Control ছাড়াও BMS Building এর Access (Entry & Exit) System Control করে। এছাড়াও BMS একটি Building এর Security System Control করে, যেমন CCTV এবং Motion Detector.


Fire Alarm System এবং Elevator System ও BMS এ Monitoring এর জন্য Connect করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.