Header Ads

Header ADS

Power Panel : Form of Segregation

Electrical Assembly তে Form of Segregation Apply করা হয় বিভিন্ন Compartment কে আলাদা করা হয়। এর মূল উদ্দশ্য হচ্ছে কোন Compartment Access করা যখন অন্য Parts গুলো Energized এবং Service এ থাকে।



Forms of Separation:

 • Form 1 -  Busbar গুলো এবং অন্যান্য Functional Units এবং Terminals এর মধ্যে কোনো Internal Separation নেই।


 • Form 2a - শুধুমাত্র Busbar গুলো নিজদের মধ্যে Separation করা থাকে। কিন্তু, Functional Units এবং Terminal গুলোর সাথে Busbar এর কোনো Separation থাকে না।


 • Form 2b - Form 2a এর মতোই শুধুমাত্র Terminal গুলো Functional Unit গুলো থেকে Separated থাকে।


 • Form 3a - Busbar গুলো Functional Unit থেকে এবং Functional Unit গুলো একটি অন্যটি থেকে Separated থাকে। কিন্তু, প্রত্যেকটি Terminal Units এদের Functional Unit থেকে Separated থাকে না। Terminal গুলোও Busbar থেকে Separated থাকে না।


 • Form 3b - Form 3a এর মতোই, কিন্তু Terminal গুলো Busbar এবং Functional Unit থেকে Separated থাকে।


 • Form 4a - প্রত্যেকটি Functional Unit এর Terminal গুলো তাদের নিজ নিজ Busbar থেকে এবং অন্যান্য Functional Unit এর Terminal থেকে Separated থাকে। Terminals গুলো একই Compartment এ Enclosed থাকে।


 • Form 4b - Form 4a এর মতোই। কিন্তু, Terminal গুলো এদের প্রত্যেকের Functional Unit এর মধ্যে নিজেদের জায়গায় Enclosed থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.