Emergency Tripping System কি?
Overhead Catenary System (OCS) কে de-Energise করার জন্য Emergency Tripping System (ETS) ব্যবহার করা হয়। এটি মূলত Emergency Condition এ OCS এ সরবরাহকৃত Electrical Power কে Trip করে।
Emergency Tripping System এর মধ্যে রয়েছে ETS Boxes এবং PLC/RTU যা SCADA System এর একটি অংশ।
Activation এর উপর নির্ভর করে ETS টি OCS Section de-Energized এর কাজ করে। এই কাজটি একটি Pre-Determined Programme এর মাধ্যমে Circuit Breakers & Relevant Interrupter গুলোর Operation এর মাধ্যমে করা হয়।
এছাড়াও, এটি Signalling & Essential Interlocking গুলোর সাথে Interface করা থাকে যাতে কোনো Train সরাসরি বা Cross Over এর মাধ্যমে ETS দিয়ে De-energized করা OCS Section এ আসতে না পারে।
SYSTEM OPERATION
ETS এর প্রধান দুটি Component হচ্ছে:
a) Electrical Tripping System
b) Hotline এর মাধ্যমে Communication.
IN CASE OF EMERGENCY (Emergency সময় করনীয়)।
• হাতুড়ি দিয়ে ETS Box এর Front Glass ভাঙতে হবে।
• Door খোলার জন্য Handle টি নিচের দিকে Press করতে হবে।
• Push Button টি Press করতে হবে (Traction Line Trip করবে)।
• Telephone Receiver তুলে Communication করতে হবে।
কোন মন্তব্য নেই